ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী নামের ভুয়া ইসলামী বক্তা গ্রেফতার


১৪ মার্চ ২০২১ ০৬:৫২

সংগৃহিত

ইসলামী বক্তা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে মাওলানা এবিএম শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ মার্চ) নারায়ণগঞ্জ বন্দরের মদনগঞ্জ লক্ষার চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় প্রতারণার অভিযোগে মামলা করেছেন আল রাসেল নামে এক ভুক্তভোগী।

পুলিশ কর্মকর্তারা জানান, শরিফুল ইসলাম বিভিন্ন ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে মীর হাবিবুর রহমানের উপস্থিতির আশ্বাস দেন তিনি। এর বিনিময়ে আয়োজক কমিটির কাছ থেকে মোটা অংকের টাকা অগ্রিম আদায় করেন। পরে আর সেই ওয়াজ মাহফিলে হাবিবুর রহমান যুক্তিবাদী উপস্থিত হন না। এতে করে আয়োজক কমিটি বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক বলেন, শরিফুল ইসলাম একজন প্রতারক। নিজের পরিচয় গোপন রেখে বিকাশ নম্বরের মাধ্যমে তিনি অগ্রীম অর্থ আদায় করেন। পরে আর ওয়াজ মাহফিলে হাবিবুর রহমান যুক্তিবাদী উপস্থিত হন না।

তিনি আরো বলেন, এই প্রতারক হাবিবুর রহমান যুক্তিবাদীর ছাত্র ছিলেন। সেই সূত্রে নিজের নামের শেষে যুক্তিবাদী উপাধি ধারণ করেন। তিনি ভারত, দুবাই, সৌদি আরবসহ বিভিন্ন দেশে ইসলামী চিন্তাবিদ হিসেবে আমন্ত্রিত অতিথি ছিলেন বলেও প্রচার চালান।