ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

গাজীপুর মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যা লাশ উদ্ধার


৯ মার্চ ২০২১ ১৮:২৯

ছবি - নতুনসময়

গাজীপুরের জয়দেবপুর থানার পিরুজালী বকচর পাড়া গ্রামে এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।

আজ মঙ্গলবার সকালে পুলিশ রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত বিপ্লব হোসেন (১৫) জয়দেবপুর থানার পিরুজালীর আকন্দপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে । নারায়গঞ্জের রূপগঞ্জের আলজামিয়া আসসালাফিয়া মাদ্রাসার ছাত্র ।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, তিন দিন আগে মাদ্রাসা থেকে বাড়িতে ছুটিতে আসে । গত রাতে এশার নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় বিল্লাল । আজ ভোরে বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে স্থানীয়রা বাঁশ ঝাড়ের ভিতরে রক্তাক্ত লাশ দেখতে স্থানীয়রা পুলিশে খবর দেয় । পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় । নিহতের শরীরের বিভিন্ন স্থানে কয়েকটি কুপের দাগ রয়েছে বলেও জানায় পুলিশ ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন অর রশিদ জানান, দুর্বৃত্তরা ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে । নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে । আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি ।