ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

বিমানের সিটের পেছনের প্যানেলে মিললো সাড়ে ১৭ কেজি স্বর্ণ


২২ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪০

ছবি- সংগৃহিত

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৭ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম যৌথভাবে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করেন।

বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রোকসানা আক্তার দুপুর ১২টায় জানান, ওই ফ্লাইটে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১৫০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম।