ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

হাত-পা বেঁধে গলা মাথায় গুরুতর আঘাত করে হত্যা, গ্রেপ্তার ৩


২০ ফেব্রুয়ারি ২০২১ ২১:৩৫

ছবি- নতুনসময়

রাজধানীর দারুস সালাম থানার হত্যা মামলার রহস্য উদঘাটনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম। গতকাল শুক্রবার রাতে ঢাকা মহানগর ও আশপাশ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আ. বাকের খান, মো. আ. রব ও মো. আবুল হাসেম। আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বিপিএম।

তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি দারুস সালাম থানা এলাকায় নিহত মো. আক্তার হোসেনের বাসার অজ্ঞাত দুর্বৃত্তরা প্রবেশ করে হাত-পা বেঁধে গলা, মুখমণ্ডল ও মাথায় গুরুতর আঘাত করে হত্যা করে। এরপর রুমের দরজা বাহির থেকে লাগিয়ে সুকৌশলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত আক্তার ও গ্রেপ্তারকৃতরা একই মহল্লায় বসবাস করার সুবাদে পূর্ব পরিচিত ছিল। ঘটনার প্রায় তিন মাস পূর্বে পাশাপাশি ভাড়াটিয়া হিসেবে তারা বসবাস করতো।

গ্রেপ্তারকৃতরা কয়েকদিন আগে বাসা পরিবর্তন করে অন্যত্র চলে যায়। তারা মাঝেমাঝে ভিকটিমের বাসায় আসা যাওয়া করতো। ঘটনার প্রায় এক মাস পূর্বে গ্রেপ্তারকৃত বাকের খান নিহত আক্তার হোসেনের রুম থেকে ২০ হাজার টাকা চুরি করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের ধারণা করে যে, আক্তারের বাসায় অনেক টাকা পয়সা থাকতে পারে। এমন ধারণার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে গ্রেপ্তারকৃতরা আক্তার হোসেনকে হত্যা করে তার টাকা পয়সা নিয়ে নেওয়ার পরিকল্পনা করে। সেই কারণেই ঘটনার দিন তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা আক্তারকে হত্যা করে পালিয়ে যায়।