ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

গাজীপুরে ছুরিকাঘাতে যুবককে হত্যা


২ ডিসেম্বর ২০২০ ১৮:৪৬

প্রতিকি

গাজীপুর মহানগরীতে ছুরিকাঘাতে এক যুবককে খুন করা হয়েছে।

বুধবার ভোর ৫টার দিকে চান্দনা চৌরাস্তার সিয়াম সিএনজি ফিলিং স্টেশনের পূর্বপাশে নলজানী এলাকায় ঢাকা-গাজীপুর সড়কের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবকের নাম মামুন (৪০)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ম্রিগালী গ্রামের আতাউর রহমানের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল জানান, ঢাকা-গাজীপুর সড়কের পাশে মামুনের মরদেহ পড়েছিল। খবর পেয়ে ভোর ৫টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পেট-পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।