মৃত নারীদের ধর্ষণ করার অভিযোগে একজন আটক

ময়নাতদন্ত করতে আসা মৃত নারীদের ধর্ষণ করার অভিযোগে একজনকে আটক পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি বলছে, গ্রেফতারকৃত দীর্ঘদিন ধরে এ কাজটি করে আসছিল। তার বিরুদ্ধে অভযোগ আসার পর তদন্ত করে এর সত্যতা মেলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারকৃতের এখনো নাম টিকানা জানানো হয়নি।
সিআইডির মিডিয়া সেল থেকে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে এর বিস্তারিত জানানো হবে।