ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২

ইন্টারনেটে প্রতারণা ও পর্ণগ্রাফির দায়ে একজন গ্রেফতার


১৪ নভেম্বর ২০২০ ২০:০১

ছবি- সংগৃহিত

রাজধানীর কদমতলি থানা এলাকা হতে ইন্টারনেটে প্রতারণা ও পর্ণগ্রাফির দায়ে রমেন হাওলাদার (৪২) নামক একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে ডিএমপি এর সিটি - সাইবার অপরাধ তদন্ত বিভাগ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ডিভাইস ও ফেসবুক আইডি সহ অন্যান্য ডিজিটাল যোগাযোগ মাধ্যমসমূহ জব্দ করা হয়।

ডিএমপি এর সিটি - সাইবার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযুক্ত রমেন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল, মনের মানুষকে কাছে পাওয়া, পরীক্ষায় ভালো রেজাল্ট, জমিজমার ঝামেলাসহ বিভিন্ন বিষয়ে জ্বীনের দ্বারা সফল করার শতভাগ নিশ্চয়তা দিয়ে কাজ করে দেয়ার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে বিশেষ করে মহিলাদের কে আকৃষ্ট করে কথাবার্তা বলে কৌশলে ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ করতো। পরবর্তীতে এভাবে নেয়া বিভিন্ন মেয়েদের নগ্ন ছবি ও ভিডিও দিয়ে জ্বীনের ভয়-ভীতি দেখিয়ে ও ছবি ভাইরাল করার হুমকি দিয়ে পরস্পর যোগসাজশে বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে মোটা অংকের টাকা আত্মসাৎ করতো।

তিনি আরও জানান, কয়েকজন ভুক্তভোগী সাইবার অপরাধ তদন্ত বিভাগে অভিযোগ করলে প্রাযুক্তিক বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে সনাক্ত ও গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

শনিবার তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুরের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ইন্টারনেটে এ ধরনের প্রতারকদের থেকে নিজেকে নিরাপদ দুরত্বে রাখুন। প্রয়োজনে পুলিশ কে জানানোর আহবান জানান পুলিশের এ কর্মকর্তা।