ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

বিমানের টয়লেটে ৫ কোটি টাকার স্বর্ন


৭ নভেম্বর ২০২০ ০০:৫৫

প্রতিকি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের এক ফ্লাইটের টয়লেট থেকে ৫ কোটি টাকার স্বর্ন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শুক্রবার সকালে ১০ তলা ওজনের ৬৮টি স্বর্ণবার জব্দ করা হয়। যার ওজন ৭ কেজি ৮৮৮ গ্রাম।
বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দার মহাপরিচালক মোহাম্মদ মুবিনুল কবীর।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। এরপর আনুমানিক সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি২৪৮ ফ্লাইট তল্লাশি করা হয়। এসময় ফ্লাইটের টয়লেটের নিচের ব্যবহৃত টিস্যু পেপার রাখার বাক্সের নিচের চেম্বারে অভিনব উপায়ে লুকানো ৬৮টি স্বর্ণবার পাওয়া যায়।
মুবিনুল কবীর আরও জানান, জব্দ সোনার বাজার মূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা। জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।