ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

‘বন্দুকযুদ্ধে’ কিলার মহসিন নিহত


৩১ জুলাই ২০২০ ১৯:৩৪

রাজধানীর পল্লবীতে র‍্যঅবের সঙ্গে বন্দুকযুদ্ধে শাহাদাত বাহিনীর অন্যতম সদস্য ও একাধিক হত্যা মামলার আসামি মহসিন ওরফে কিলার মহসিন (৩৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে র‍্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, মহসিন শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বাহিনীর অন্যতম সদস্য। তার বিরুদ্ধে ৭-৮টি হত্যা মামলা এবং ১২-১৩টি মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় র‍্যাব-৪ এর একটি টিম অভিযান চালায়। সন্ত্রাসীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র‍্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা কয়েকজন পালিয়ে যায়। ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও এক হাজারের বেশি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মহসিন মিরপুর এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসাসসহ নানা অপরাধ সংঘটিত করতো। দীর্ঘদিন সে আত্মগোপনে থেকে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলেও জানায় র‍্যাব। লাশের ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।