ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

নোয়াখালীতে অবৈধ ঔষধ জব্দ, ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা


২২ জুলাই ২০২০ ০৫:৪৯

 
খাঁন মাহমুদ (সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট): বাংলাদেশ ঔষধালয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ লাখ টাকার অনুমোদন বিহীন অবৈধ ঔষধ জব্দ করেছেন ঔষধ প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।  

ঔষধ প্রশাসনের দাবী, রেজিস্ট্রেশন বিহীন ঔষধ, লাইসেন্স বিহীন আয়ুর্বেদিক জাতীয় ঔষধ উৎপাদন, বিক্রয়ের জন্য মজুদ করছে বলে খবর পাই।

যা ঔষধ ১৯৪০ এর ধারা ১৮(বি) ভঙ্গের শামিল। অভিযুক্ত কবিরাজ মোঃ  হোসাইন (৫৬) ও তার ছেলে মোঃ দিদারুল ইসলাম (২৮)কে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।  

গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঔষধ প্রশাসনের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিনা পাল এ অভিযান পরিচালনা করেন। নোয়াখালী জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাসুদুর জামান বলেন, তারা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।

এখানে কোন প্রকারের ঔষধ উৎপাদন ও বিক্রয় করার লাইসেন্স বা সরকারি অনুমোদন ছিলনা। সম্পূর্ণ অবৈধভাবে উৎপাদন ও বাজারজাত করা হতো। যা মারাত্তক স্বাস্থ্যঝুকি সৃষ্টি করে।

এজন্য তাদেরকে জরিমানা করা হয়েছে।  ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার টিনা পাল নতুন সময় কে বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মোঃ মাসুদুর জামানের উপস্থিতিতে সোমবার সন্ধ্যায় আমিশাপাড়ার নোয়াগাঁও গ্রামের সৈয়দুর রহমান কবিরাজ বাড়িতে এ অভিযান চালানো হয়। বাংলাদেশ ঔষধালয় আয়ুর্বেদিক ল্যাবরেটরি ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিপুল পরিমাণ ঔষধ জব্দ করে নষ্ট করা হয়।