রূপগঞ্জে নিখোঁজের ৩ মাস পরে ব্যবসায়ীর লাশ মিলল পুকুরে

রূপগঞ্জের আসামীর দেয়া তথ্যে কোশাব এলাকার একটি পুকুর থেকে ৩ মাস আগে নিখোঁজ হওয়া ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন, নারায়ণগঞ্জ। আজ (২জুলাই) বৃহস্পতিবার দুপুর ১২ টায় পিবিআই - এর পুলিশ সুপার (এসপি) এ আর এম আলিফ ও রূপগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম উপস্থিত হয়ে কোশাব সবুর সাহেবের পুকুর থেকে ড্রামে ভর্তি করা লাশ উদ্ধার করেন।
লাশটি ৩ মাস আগে নিখোঁজ হওয়া কালাদী এলাকার কদম আলীর ছেলে হেকমত আলীর বলে স্বীকার করেছে আসামী সবুজ। তার দেয়া তথ্য মতে এ লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক সবুজ হেকমত আলীর ভায়রার ছেলে বলে জানা যায়। সে কাঞ্চন পৌরসভার কেরাব এলাকার ইয়াকুব মোল্লার ছেলে। হেকমত আলীর গোলাকান্দাইল নূর ম্যানশন মার্কেটের নীচ তলায় হাসান এন্টারপ্রাইজ নামে একটি পার্সের দোকান আছে আর সেই দোকানে তার’ই ভায়রার ছেলে সবুজ কর্মচারী হিসাবে কাজ করতো।
জানা যায় সবুজ টাকা পয়সা আত্মসাতের জন্যই তাকে হত্যা করেছে। উদ্ধারকৃত গলিত লাশ ময়না তদন্তের জন্য ফরেন্সি বিভাগে পাঠানো হয়েছে।