ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

বনশ্রীতে গ্রিলকাটা চোর আটক


১৯ মে ২০২০ ১০:৩৭

সংগৃহিত

গ্রিল কেটে বাসায় ঢুকে চুরির চেস্টার সময় সংঘবদ্ধ চোর চক্রের একজনকে আটক কেরা হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাজধানীর বনশ্রীর এফ ব্লকের ৬ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গ্রিলকাটা চোর চক্রের সংঘবদ্ধ তিন সদস্য ওই ১০ নম্বর বাসায় চুরির চেষ্টা চালাচ্ছিল। এমন সময় স্থানীয় সিকিউরিটিরা দেখতে পেয়ে ধাওয়া করে। এ সময় দু’জন পালিয়ে গেলেও ধরা পড়ে যায় একজন। আটককৃতের নাম সম্রাট (২২)। সে কমলাপুরে থাকে বলে সিকিউরিটিদের জানায়।

স্থানীয় সোহাগ জানান, এরা সংঘবদ্ধ চক্র। মাঝে মধ্যেই তারা এই এলাকায় আসে। বর্তমানে ঈদের আগের সময়। অনেকেই ঈদ করতেগ্রামের বাড়ি গেছেন। এ সুযোগে তারা চুরির চেষ্টা করে। তিনি বলেন, সিকিউরিটিদের তৎপরতার কারণে চোরকে আটক করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।