ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

সোনাইমুড়ীতে খেলার কথা বলে ডেকে নিয়ে কিশোর হত্যার প্রতিবাদে মানববন্ধন


১৩ মে ২০২০ ০৭:০০

সোনাইমুড়ীতে খেলার কথা বলে ডেকে নিয়ে কিশোর হত্যার প্রতিবাদে মানববন্ধ

শাজাহান আলম (সোনাইমুড়ী)
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে সবুজ কে তার বন্ধুরা অজি হাছান, বাদশা ও ইকবাল ক্রিকেট খেলার কথা বলে  সাতসকালে ঘর থেকে ডেকে নিয়ে যায় ,

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৬নং নাটেশ্বর ইউপির মধ্য নাটেশ্বর মিজি বাড়ির ২ সহোদর তাজুল ইসলাম ও আলাউদ্দিন মনুর মধ্যে ভূমি নিয়ে দীর্ঘদিন বিরোধ ছলে,
ডেকে নিয়ে যাওয়া বন্ধুরা, আলাউদ্দিন মনুর ভাড়াটিয়া সন্ত্রাসী হয়ে  যায়, ঘটনাস্থলে প্রতি পক্ষ হামলা করে তখন অভি হাসান ও তার দলবল তারা ওখান থেকে চলে আসে,  কিন্তু ঘটনাস্থলে গণপিটুনিতে গুরুতর আহত হয় সবুজ,

পরে সোনাইমুড়ী থানার প্রশাসন গুরুতর আহত অবস্থায় মোঃ সবুজকে উদ্ধার করে সোনাইমুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার অবস্থা একটু স্বাভাবিক হলে তাকে বাড়ি নিয়ে যায় কিন্তু গত আট এ মে যখন তার অবস্থা খারাপের দিকে যায় তখন তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন একয় দিন সন্ধ্যার সময় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান,

এই ঘটনায় নিহতের বড় ভাই মোশারফ হোসেন বাদী হয়ে সোনাইমুড়ী থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ২০/১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার আলকে ২ জন মহিলা ও ২ জন পুরুষ সহ চারজনকে গ্রেপ্তার করে সোনাইমুড়ী থানা,
গ্রেফতারকৃতরা হলো বিবি মরিয়ম, রাবেয়া বেগম, আলাউদ্দিন মনু, ও ওজি হাসান।

সোমবার নিহত সবুজের গ্রামবাসী এক হয়ে নাটেশ্বর ইউনিয়নের তার কবর সংলগ্ন ইউনিয়নের প্রধান সড়কে মানববন্ধন করে