ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা


১০ মে ২০২০ ১৬:১২

ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নে অফিস থেকে তুলে নিয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম মো. রাশেদ। স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেলের নেতৃত্বে এ হত্যাকাণ্ড হয়েছে নিহতের পরিবারের অভিযোগ।

শনিবার রাত সোয়া ১০টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে রাশেদের মৃত্যু হয়। নিহত রাশেদ চরএলাহি ৮নং ওয়ার্ড গাংচিল গ্রামের আবুল হাসেম প্রকাশ বাদী হাসেমের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদের মাটি কাটার মেশিন, টাক্ট্রর ও সিএনজি ছিল। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কিল্লার বাজারের নিজ অফিসে বসে কাজ করছিল রাশেদ। এ সময় কয়েকজন দূর্বৃত্ত গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে হাসেম বাজারের দিকে নিয়ে যায়।

সেখানে ৮-১০ জন রাশেদকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ফেলে যায়।মমূর্ষ অবস্থায় রাশেদকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।