ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত


৬ মে ২০২০ ১৬:১৪

প্রতিকি

টেকনাফের পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ তিন ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ কর্মকর্তাসহ পুলিশের ৫ সদস্য। বুধবার ভোরে হ্নীলা রঙিগালি গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদ পেয়ে বুধরাত ভোর রাতে রঙিখালি ডাকাতের আস্তানায় অভিযান করতে যায় পুলিশ।

গহীন পাহাড়ে পৌঁছালে ডাকাত দলের সদস্য পালিয়ে যেতে যেতে পুলিশ লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আহত হয় পুলিশের ৫ জন সদস্য। পরে পুলিশও পাল্টা গুলি করলে ঘটনাস্থলে নিহত হয় ডাকাত ছৈয়দ আলম, নুরুল আলম এবং ছৈয়দ হোসেন। এ সময় ডাকাত গ্রুপের আস্তানা থেকে ১৮টি দেশি বিদেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। ওসি প্রদীপ জানান, আহত পুলিশ কর্মকর্তা ও সদস্যেদের চিকিৎসা দেয়া হচ্ছে।