মহেশখালীতে দেড় লাখ ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে দেড় লাখ ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ । মঙ্গলবার সকালে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর ও ওসি (তদন্ত) বাবুল আজাদের নেতৃত্বে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক পাচারকারীরা হল-ঢাকা মোহাম্মদপুরের মোঃ সোলাইমান মিয়ার ছেলে নুর মোহাম্মদ ও টেকনাফ সাবরাং-এর আইয়ুব আলীর ছেলে মোঃ করিম উল্লাহ। এসময় পাচার কাজে ব্যবহুত একটি পিকআাপও জব্দ করা হয় ( যার নাম্বার ঢাকামেট্টো-ম-১১-১২৯১)।
মহেশখালী থানার ওসি (তদন্ত) বাবুল আজাদ বলেন-মূলত ইয়াবাগুলো সাগরপথে মহেশখালী আনা হয়েছে পাচারের জন্য। আটক দুই জনেই গাড়ি চালক বলেও জানান তিনি।