ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়: ওসিসহ ৭ পুলিশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে বায়েজিদ বোস্তামী থানার বর্তমান ও সাবেক ওসিসহ সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ব্যবসায়ী।
আজ বুধবার বিকেলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন মুরাদের আদালতে ইয়াছিন নামের এক ব্যবসায়ী মামলাটি করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনারকে (প্রশাসন ও অর্থ) নিজে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন- বায়েজিদ বোস্তামী থানার বর্তমান ওসি প্রিটন সরকার, ওসি আতাউর রহমান খোন্দকার, এসআই আফতাব, এএসআই ইব্রাহিম, এএসআই মিঠুন নাথ, কনস্টেবল রহমান ও সাইফুল।
এ বিষয়টি বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার বলেন, বিষয়টি আমার জানা নেই।