প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

চাঁদপুরের মতলব দক্ষিণে প্রথম শ্রেণিতে পড়া শিশুকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, আটক যুবকের নাম মো. রাব্বি। সে আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
আরও জানা যায়, আজ সকাল ১১টায় বিদ্যালয় থেকে নাস্তা খেতে বাড়িতে যায় ওই শিশু। বাড়ি থেকে পুনরায় বিদ্যালয়ে যাওয়ার পথে ওই যুবক শিশুটিকে ঝোপে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে রাব্বিকে আটক করে। পরে এলাকাবাসী রাব্বিকে পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।