টঙ্গীতে বিউটি পার্লার কর্মীকে গণধর্ষণ,৪ জন ট্রাক ড্রাইভার গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে বিউটি পার্লার এক কর্মীকে গণধর্ষণ করেছে ৪ ট্রাক চালক। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর চেরাগ আলীর হকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি মামলায় হয়েছে।
পুলিশ ৪ ধর্ষককে গ্রেফতার করেছে। তারা হলেন তোফাজ্জল, নয়ন, বাবু ও শহীদুল ইসলাম।
টঙ্গী পূর্ব থানার ওসি জাহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, চেরাগ আলী থেকে বাসায় ফেরার পথে হকের মোড় এলাকা থেকে ওই নারীকে তুলে নেন চার ট্রাক চালক। পরে তারা একটি ট্রাকের ওপর নিয়ে তাকে গণধর্ষণ করেন।