স্কয়ার ফার্মার কাঁচামাল ডাকাতির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৩

আইন-শৃংঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে স্কয়ার ফার্মার দুই কোটি টাকা মূল্যের কাঁচামাল ডাকাতির ঘটনায় দুর্ধর্ষ ডাকাত দলের মূলহোতা’সহ ৩ সদস্যকে ঢাকা ও রাজশাহী হতে গ্রেফতার করেছে র্যাব ৪। মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
ডাকাতদলের নিকট থেকে লুট করা মালামালও উদ্ধার করা হয়েছে।
র্যাব সদরদপ্তর থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বার্তায় বলা হয়, এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
নতুনসময়/আইএ