ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগকারি আটক ২


২২ জানুয়ারী ২০২০ ০২:৪০

সংগৃহিত

সাভারের আশুলিয়ায় রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে ওই গ্যাস চোরাকারবারিদের পুলিশের কাছে হস্তান্তর করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এর আগে সোমবার (২০ জানুয়ারি) গভীর রাতে আশুলিয়ার ঘোষবাগের কেমিক্যাল রোড সংলগ্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় তাদের হাতেনাতে আটক করে স্থানীয়রা।

আটকরা হলেন মানিক ওরফে আলাল (৪০), তিনি শেরপুর জেলা সদরের রূপাগোরা এলাকার কাশেম আলীর ছেলে। অপরজন ফিরোজ (২৪), তিনি নওগাঁ জেলা সদরের সিংবাছা এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড কোম্পানি লিমিটেডের প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, ওই এলাকায় আসলাম নামে এক গ্যাস চোরাকারবারির নেতৃত্বে রাতের আধারে আটক ২ জনসহ ৪ জন অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছিলো। এসময় তারা প্রায় ৬ ফুট পাইপ স্থাপন করে। পরে স্থানীয় দুই ব্যক্তির বিষয় বুঝতে পেরে এগিয়ে যায়। তাদের উপস্থিতি বুঝতে পরে গ্যাস চোরাকারবারির দুইজন পালিয়ে যায়। এসময় বাকি দুই গ্যাস চোরাকারবারিকে আটক করে স্থানীয়রা। পরে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড কোম্পানিকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আটকদের পুলিশে সোপর্দ করেন।

প্রকৌশলী বলেন, স্থানীয়রা সজাগ থাকলে গ্যাস চোরাকারবারিরা কখনো চোরাই গ্যাস সংযোগ ব্যবসা করতে পারবেনা। পাশাপাশি চোরাই গ্যাস সংযোগ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।