ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫, ১৪ই ভাদ্র ১৪৩২

আ.লীগ নেত্রীর নামে ফেইক আই ডি খুলে চাঁদাবাজি, গ্রেপ্তার ১


৩ ডিসেম্বর ২০১৯ ১২:৫১

মহিলা যুব আওয়ামী লীগের সভাপতি নাজমা আকতার এর নামে ফেইক আইডি খুলে চাঁদাবাজির অভিযোগে ২ ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪ ঘটিকায় রাজশাহী থেকে আতিকুল ইসলাম (২২) নামে একজন কে গ্রেফতার করেছে সিটিটিসি'র সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগ। এ সময় তার কাছে থেকে মোবাইল, টাকা, বিকাশ একাউন্ট ও কয়েকটি ফেইক আইডি জব্দ করা হয়।

সে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ আরো অনেকের নামে ফেইক আইডি খুলে কমিটি দেয়ার কথা বলে বা অন্য অনেক কারণ দেখিয়ে অনেকের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা দাবি করত। অনেক ক্ষেত্রে টাকা গ্রহন ও করেছে।

বিষয়টি সাইবার নিরাপত্তা বিভাগের সোশ্যাল মিডিয়া টীমের নজরে আসলে ডিসির আদেশে এডিসি তত্ত্বাবধানে উক্ত টিম প্রাযুক্তিক বিশ্লেষণের মাধ্যমে এই সাইবার অপরাধী কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রমনা মডেল থানায় সাইবার আইনে মামলা রুজু করা হয়েছে। ৩ ডিসেম্বর তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।