রাজধানীতে স্ত্রী খুন হওয়ার পর থেকে স্বামী উধাও

পারিবারিক কলহে আদাবরে হাসিনা বেগম (৩৬) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
রোববার বিকেলে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকালে আদাবরের একটি বাসা থেকে ওই নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। হাসিনার নাক ও কানে রক্ত দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী ডাবলু মিয়া পলাতক রয়েছেন। পারিবারক কারণে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে।
থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।