আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় ক্যাসিনো সামগ্রী-বিপুল পরিমাণ মদ উদ্ধার, আটক ২

শিল্পপতি ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে রাজধানীর গুলশান ২ নম্বরের ৫৭ নম্বর সড়কের ১১/এ ও ১১/বি নম্বরস্থ দুটি বাড়িতে একযোগে অভিযান চালানো হয়।ডিএনসির অতিরিক্ত পরিচালক ফজলুর রহমানের নেতৃত্বে এ অভিযান চলে।
ডিএনসির সহকারী পরিচালক (উত্তর) মোহাম্মদ খুরশিদ আলম জানান, অভিযানকালে আনুমানিক ৪ থেকে ৫শ’ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদের বোতল, বিপুল পরিমাণ সিসা ও তা খাওয়ার সরঞ্জাম এবং গাঁজা পাওয়া গেছে। এছাড়া বাসায় পাওয়া একটি ব্রিফকেস থেকে কয়েনসহ ক্যাসিনো খেলার সামগ্রীও উদ্ধার করা হয়েছে। এছাড়া বাসার ছাদে মিনি বারের সন্ধানও পাওয়া গেছে। অভিযানকালে আজিজ মোহাম্মদ ভাইকে বাসায় পাওয়া যায়নি। তিনি দেশের বাইরে রয়েছেন বলে জানা গেছে। তবে দুটি বাড়ির তত্ত্বাবধায়ক নবীন ও পারভেজকে আটক করা হয়েছে।
নতুনসময়/এসএম