পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজন আটক

সাভারের আশুলিয়ায় পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে ইদ্রিস হাওলাদার (৩৬) ও শিপন মিয়া (২৪) নামে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার সকালে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
তাদের মধ্যে ইদ্রিস হাওলাদারের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার এতালিয়া গ্রামে। বাবার নাম হাবিব হাওলাদার। আরশিপন মিয়ার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাগবাড়ি গ্রামে। বাবার নাম শেখ শাহ আলম।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে আশুলিয়ার ভাদাইল এলাকায় পুলিশ পরিচয়ে প্রতারণাকালে দুই ব্যক্তিকে আটকে রাখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে তাদের করে আটক করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসবাদে আটককৃতরা পুলিশ পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
নতুনসময়/আইকে