টঙ্গীতে ককটেল বোমাসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে ককটেল ও বোমা তৈরীর সরঞ্জামসহ খায়রুল ইসলাম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব পুলিশ।
শনিবার দুপুরে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খায়রুল ইসলাম নোয়াখালী জেলার বাসিন্দা নূরুল ইসলামের সন্তান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে এরশাদনগর বেরিবাধ এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় খায়রুলের গতিবিধি সন্দেহজন হলে পুলিশ তাকে আটক করে। পরে তার সাথে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে দুটি তাজা ককটেল ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে ও তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।