ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২

বাসায় বাবা-মেয়ের গলাকাটা মরদেহ, স্ত্রীসহ ২ নারী আটক


২০ অক্টোবর ২০১৯ ০০:৫০

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকার একটি বাসা থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিমতলার শাহ আলম ভবন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মো. আরিফ (৩৫) এবং মেয়ে বিবি ফাতেমা (৪)। আরিফ পেশায় দিনমজুর ছিলেন।

আটক দু’জনের একজন আরিফের স্ত্রী হাসিনা বেগম। অন্যজন তার বোন, তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের গলায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। রক্তমাখা ছোরাও উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত শিশু মা হাসিনা বেগমসহ দুই নারীকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। দাম্পত্য বিরোধে এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক হাসিনা বেগমকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

নতুনসময়/আইকে