৫ বছরের শিশুকে ধর্ষণ করল তিন সন্তানের বাবা

বগুড়ার শিবগঞ্জে চকলেট খাওয়ানোর কথা বলে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণ করেছে সানোয়ার নামের তিন সন্তানের জনক এক ভ্যান চালক। শুক্রবার (১৮ অক্টোবর) মধ্যরাতে উপজেলার মোকামতলা এলাকার একটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক সানোয়ার হোসেন (৪৭) উপজেলার দেউলী ইউনিয়নের মেঘাখর্দ্দ গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ৫ টার দিকে ০৫ বছর বয়সী প্রতিবেশি এক কন্যা শিশুকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুটির বসত বাড়ির অদূরে এক পাট ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে সানোয়ার। এতে আত্মচিৎকার করলে শিশুটির মা ও স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষক সানোয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে লম্পট সানোয়ারের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেন।
স্থানীয়রা জানান, সানোয়ারের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। তার মেয়েকে বিয়েও দিয়েছেন সানোয়ার। এর আগেও তার নিজ গ্রামে এসব অপকর্মে লীপ্ত ছিলো সানোয়ার বলেও জানান তারা।
এ ব্যাপারে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক শাহাদৎ হোসেন জানান, মামলা রুজুর পর, গ্রেফতার এড়ানোর জন্য আসামী সানোয়ার আত্মগোপন করে। পরে বিশেষ কৌশল অবলম্বন করে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নতুনসময়/আইকে