ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

ডাকাতের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত, খবর পেয়ে স্ট্রোকে ফুপুর মৃত্যু


২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৩৫

ছবি সংগৃহিত

ঢাকার ধামরাইয়ে ডাকতের ছুরিকাঘাতে মো. রমজান আলী (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনার খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রমজানের ফুপুও। তার নাম রাবেয়া বেগম (৫০)। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাগবাড়ি জালসা গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে বাগবাড়ি জালসা গ্রামের সাইদুর রহমানের বাড়িতে ৭-৮ সদস্যের সশস্ত্র একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতরা ঘরে ঢুকে লুটপাট শুরু করলে রমজান আলী বাধা দেয়। পরে ডাকাতরা পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে। এতে প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এদিকে ডাকাতের হামলায় মো. রমজান আলী নিহতের খবর শুনে সকাল ৬টার দিকে ফুফু রাবেয়া বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

নিহত রমজান আলী ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে ও জালসা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। রাবেয়া বেগম উপজেলার কাওয়ালীপাড়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নতুনসময়/এসএম