ঢাকা মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১

লোকমানের বিরুদ্ধে মামলা: তেজগাঁও থানায় হস্তান্তর


২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৫:০৬

নতুন সময়

লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে মাদক আইলে মামলা দায়ের করা হয়েছে। তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি)। বিকাল সাড়ে পাচঁটার দিকে তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করে এই মামলাটি দায়ের করা হয়।

এর আগে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে আটক করে র‌্যাব ২। মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার ক্যাসিনো থেকে অবৈধ অর্থ আয়ের বিষয়টি উঠে আসে। জানা যায়, তিনি ক্যাসিনো থেকে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। সেই টাকা অস্ট্রেলিয়ার দুই ব্যাংকে রাখা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে র‌্যাব জানতে পেরেছে অন্তত ৪১ কোটি টাকা অস্ট্রেলিয়ার দুটি ব্যাংকে জমা করেছেন লোকমান।

তেজগাঁও থানার ওসি তদন্ত মোহাম্মদ সেন্টু মিয়া জানান, লোকমান হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলাটি হয়। আজ কার্যদিবস শেষ হয়ে যাওয়ার কারণে তাকে আদালতে পাঠানো সম্ভব হয়নি। আগামীকাল শুক্রবার তাকে বিশেষ আদালতে পাঠানো হবে।

নতুনসময়/এসএম