ঢাকা মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১

লোকমানের ক্যাসিনোর ৪১ কোটি টাকা অস্ট্রেলিয়ার ব্যাংকে


২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৪৭

ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) লোকমান হোসেন ভূঁইয়া ক্যাসিনো থেকে কোটি কোটি টাকায় আয় করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ তিনি। অবশ্য নিরাপদে থাকার জন্য টাকা দেশে রাখতেন না তিনি। টাকা জমা রাখতেন বিদেশের ব্যাংকে।

আজ এক সংবাদ সম্মেলনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, মোহামেডান ক্লাবের অবৈধ ক্যাসিনো ভাড়া দিয়ে লোকমান হোসেন ভূঁইয়া কোটি কোটি টাকা উপার্জন করেছেন। এসব টাকা তিনি রাখতেন অস্ট্রেলিয়ায়। সেখানকার কমনওয়েলথ ও এএনজেড ব্যাংকে অন্তত ৪১ কোটি টাকা জমা আছে তার।

উল্লেখ্য, গতকাল রাত ৯টার দিকে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে লোকমানকে আটক করে র‌্যাব। এ সময় তার বাড়ি থেকে বিপুল মাদকদ্রব্য উদ্ধার করে র‌্যাব।