ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


নরসিংদীতে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত


৯ এপ্রিল ২০২১ ০৪:২২

সংগৃহিত

নরসিংদীতে ব্যবসায়ী ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে পুলিশের নিরাপত্তা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নরসিংদী সদর মডেল থানার গোলঘরে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম)। 'আমরা আছি আপনাদের পাশে মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে' এই প্রতিপাদ্য কে সামনে রেখে লকডাউন, আসন্ন রোজা ও ঈদ কে সামনে রেখে ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য পুলিশের সাথে সকলের সমন্বয় বৃদ্ধি করার জন্য এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলি হোসেন শিশির, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার চৌয়ালা টেক্সটাইল মালিক সমিতির নেতা নান্নু খান, সোনালী ব্যাংকের নরসিংদী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আক্তার হোসেন, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ আসাদুর রহমান, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম ভুইয়া, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, ভেলানগর বাজার কমিটির সভাপতি আঃ আউয়াল, শেখেরচর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুশান্ত দাস, মোবাইল ব্যাংকিং নগদ এর ম্যানেজার শামীম হোসেনসহ বিভিন্ন ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপকগণ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ব্যবসা ও যে কোন আর্থিক প্রতিষ্ঠানের অর্থ বহনের ক্ষেত্রে পুলিশের কাছে সহযোগীতা চাবেন। দ্রুততার সাথে উক্ত প্রতিষ্ঠানে পুলিশ টিম পৌঁছে নিরাপত্তা দিবে৷ ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা জনিত যে কোন সমস্যায় নরসিংদী জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। কেভিড মহামারীর কারনে সরকারের দেয়া স্বাস্থ্য বিধি মেনে টেক্সটাইল মিলের মালিকদের উৎপাদন মিল চালু রাখতে পারবেন।

আসন্ন রোজা ও ঈদ মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করতে কাপড়ের পাইকারী বাজার শেখেরচর, মাধবদী, নরসিংদী বড় বাজার, শহরের সব শপিংমল গুলোতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল দিয়ে শহরের ভিতরে অবাধ যাতায়াত বন্ধ করতে গত দুই প্রায় ১২শর মত মোটরসাইকেল আটক করা হয়েছে। বিভিন্ন এলাকার চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে। সকলের সাথে সমন্বয় করে জীবন ও জীবিকার জন্য সকলের প্রতি আহবান জানান।