ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


এমপি উপস্থিত; দু’পক্ষের সংঘর্ষ আহত-৫, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ


১৬ মে ২০২০ ০০:২১

ছবি সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদার উপস্থিতিতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে পাচ জন আহত হয়েছেন। দশমিনা থানা পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলা ডাকবাংলোর সামনে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে দলীয় বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে বিতর্কে জরিয়ে পরেন এই সংসদ সদস্য। বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় “চাল আত্মসাতের ঘটনায় ধামাচাপা দেয়ার চেষ্টা এমপির” এ শিরোনামে সংবাদ প্রকাশ হলে (দশমিনা-গলাচিপা) পটুয়াখালী-৩ আসনের এমপি এস এম শাহজাদা স্থানীয় সংবাদ কর্মীদের নিয়ে উপজেলা ডাকবাংলোয় এক বৈঠকের আয়োজন করে। এ সময় উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, সাধারন সম্পাদক এড: ইকবাল মাহম্মুদ লিটন ও জেলা পরিষদের সদস্য জাকির হোসের ভুট্রো উপস্থিত ছিলেন। প্রকাশিত ওই সংবাদের বিভিন্ন দিক তুলে ধরে স্থানীয় সংবাদ কর্মীদের সাংসদ শাহজাদা বলেন, আমার কোন ক্যাডার বাহিনী নেই, কাউকে তুলে আনা হয়নি। ভূক্তভোগীরা আমার কাছে এসেছে,তাদেরকে আমি বলেছি আপনারা ক্ষমা করলেও করতে পারেন। আপনাদের ইচ্ছা; আমি তাদেরকে কোন ভয়-ভিতি দেখায়নি। তিনি আরো বলেন, চাল আত্মসাতের ঘটনায় ডিলার আব্দুল হাইর বিরুদ্ধে দশমিনা উপজেলা প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছেন। ডিলার আব্দুল হাইর দলীয় সিন্ধান্তের বিষয় এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, দলীয় ভাবে যে সিদ্ধান্ত নিবে তাতে আমি একমত পোষন করছি। অপরদিকে, ডাকবাংলোর ভিতরে প্রবেশ করাকে কেন্দ্র করে লিটন সমর্থক ও এমপি সমর্থকের মধ্যে এক পর্যায়ে সংর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় পাঁচ জন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। পরে দশমিনা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় উপজেলায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। দশমিনা থানা অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে।