করোনার মহামারীতে সেবা দিতে নিয়োগের দাবি ডিপ্লোমা ডাক্তারদের

রোববার (০৩ মে ) সকাল ১০ টা থেকে নিয়োগের দাবিতে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সামাজিক দুরত্ব মেনে অবস্থান কর্মসূচি পালন করছে ডিএমএফ ডিগ্রিধারী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) গণ । গ্রামীণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত কল্পে বাঙ্গালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার প্রথম পঞ্চবার্ষিকীর পরিকল্পনার (১৯৭৩-১৯৭৮) অংশ হিসাবে চিকিৎসা বিজ্ঞানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক সনদপ্রাপ্ত ও বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল ( বিএমডিসি ) কর্তৃক ডি-রেজিস্ট্রেশন প্রাপ্ত ‘ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি- ডিএমএফ’ ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসকগণ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপ-স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছে।
ডিপ্লোমা ডা: মেহেদী হাসান বলেন, ক্রান্তিলগ্নে প্রান্তিক জনগোষ্ঠী পর্যাপ্ত জনবলের অভাবে তাদের স্বাস্থ্যসেবা থেকে অনেকাংশে বঞ্চিত হচ্ছে। নভেল করোনা ভাইরাস ( কোভিড-১৯) ভয়াবহতার মধ্যেও প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গিয়ে আজ পর্যন্ত ৪০ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত। যদি এই ভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে প্রান্তিক জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে। এমতাবস্থায় কোভিড-১৯ এর ভয়াবহতা রুখতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের এসব শূন্য পদে ১০,০০০ হাজার ডিপ্লোমা চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এছাড়াও তিনি বলেন , কোভিড-১৯ মোকাবেলায় শূন্য পদের বিপরীতে এডহক ভিত্তিতে নিয়োগের দাবীতে কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ করেছেন। এবং বেকার ডিএমএফ দের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগের মাধ্যমে কাজে লাগানোর জোর দাবী জানিয়েছে। যদি দাবি বাস্তবায়ন না হয় তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দিবে উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ ও কর্মসংস্থান বাস্তবায়ন পরিষদ।