ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


সামান্য বৃষ্টিতেই ভবানীগঞ্জ পৌর বাজারের রাস্তার বেহাল দশা


২০ জানুয়ারী ২০২০ ০৬:০০

ছবি-নতুনসময়

সামান্য বৃষ্টিতেই উপজেলা সদর ভবানীগঞ্জ পৌর বাজারের প্রধান সড়কটি জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। সড়কটির বিভিন্ন জায়গা থেকে ইট-সুরকী উঠে গিয়ে অসংখ্য খানাখন্দে পরিনত হয়েছে। ফলে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীসহ উপজেলাগামী লোকজনকে।

সরেজমিনে দেখা যায়, গতকাল রোববার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় উপজেলা সদর ভবানীগঞ্জ পৌর বাজারের প্রধান সড়কের জিরো পয়েন্ট মোড়ে, সবজি ও মাছের বাজারে, সোনালী ব্যাংক সংলগ্ন চার মাথার মোড় থেকে এক্সচেঞ্জ অফিসের সামনে দিয়ে হেলিপ্যাড মোড় পর্যন্ত, ইসলামী ব্যাংকের গেটের সামনে থেকে উপজেলা বন্ধ গেট হয়ে দলিল লেখক সমিতির কার্যালয় পর্যন্ত, ভবানীগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে প্রবেশের মোড় থেকে উপজেলা কার্যালয়ে প্রবেশের প্রধান গেট পর্যন্ত, ভবানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশের রাস্তায়, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন আলিমুদ্দিনের মোড় থেকে মোহনা ক্লিনিক পর্যন্ত এবং ভবানীগঞ্জ (দেউলা) বাসস্ট্যান্ড মোড়সহ পৌর বাজারের প্রধান সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া খানাখন্দে (গর্তে) পানি জমে ব্যাপকভাবে কর্দমাক্ততার সৃষ্টি হয়েছে।

বাগমারা উপজেলা জাপার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব প্রামানিক ও ভবানীগঞ্জস্থ আল-বায়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মাষ্টার আক্কাছ আলী বলেন, এ পৌর বাজারের প্রধান সড়কের বেশ কয়েক জায়গায় ইট ও সুরকি উঠে গিয়ে অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টি হয়ে সড়কটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়লেও দীর্ঘদিন যাবৎ তা সংস্কার করা হচ্ছে না। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কের সৃষ্ট গর্তগুলোতে পানি জমে কর্দমাক্ততার সৃষ্টি হওয়ায় পৌরবাসীসহ উপজেলাগামী লোকজনের চলাচলে ব্যাপক দূর্ভোগ পোহাতে হচ্ছে।

চানপাড়া মহল্লার আটো চালক আব্দুস সামাদ জানান, সড়কের কোনো কোনো গর্তে হাঁটু পর্যন্ত পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সবচেয়ে বেশি দূর্ভোগ পোহাতে হচ্ছে আটো, সিএনজি ও ভ্যানচালকসহ বিভিন্ন যানবাহন চালকদের। এছাড়া বাজারের রাস্তা প্রশস্থ না হওয়ায় বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন মালামাল বহণকারী ট্রাক প্রবেশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী ও ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এরশাদ আলী জানান, একটু বৃষ্টিতে বাজারের বিভিন্ন মোড়ে ও রাস্তায় জলাবদ্ধতা, কর্দমাক্ততা ও যানজটের কারণে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের চরম দূর্ভোগে পড়তে হয়। বাজারের কোথায় ফুটপাথ না থাকায় শিক্ষার্থীদের যানজটে আটকা পড়ে অনেক সময় ব্যয় করে কাঁদাপানিতে ভিজে স্কুল-কলেজে আসা-যাওয়া করতে হয় ।

অপরদিকে এই বাজারে জলাবদদ্ধতার কারণে বাজারে আসা ক্রেতা-বিক্রেতাসহ পথচারীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে যে সকল বিক্রেতারা যানবাহনযোগে কৃষিপন্য বাজারে নিয়ে আসেন তাদের চরম দূর্ভোগ পোহাতে হয় বলেও জানান ভবানীগঞ্জ বাজারের নিয়মিত সবজি ব্যবসায়ী আয়নাল হক।

পৌর মেয়র আব্দুল মালেক বলেন, ভবানীগঞ্জ পৌর বাজারের প্রধান সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের জন্য দেড় কোটি টাকা এবং গোটা পৌরসভার রাস্তা-ঘাট নির্মাণ ও সংস্কারের জন্য আরো চার কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। নির্বাচনী ইস্তেহার অনুয়ায়ী পৌরসভার সকল উন্নয়ন মূলক কাজ যথা সময়ে বাস্তবায়ন করা হবে। বাজারের প্রধান সড়ক প্রশস্তকরণসহ সংষ্কার ও ড্রেন নির্মাণ কাজ খুব তাড়াতাড়ি শেষ করা হবে। এছাড়া বাজারের সৌন্দর্য বর্ধনের জন্য জিরো পয়েন্টে একটি শাপলা চত্ত্বর নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

নতুনসময়/আইএ