ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


শীতেও সারাদেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ


২২ ডিসেম্বর ২০১৯ ২৩:০৮

শীতকালেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিন রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। সরকারি হিসেবে চলতি বছরে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৪১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। এদিকে রাজধানীসহ সারাদেশে গেল ২৪ ঘণ্টায় অর্থাৎ ১৯ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২০ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু ভাইরাসে নতুনভাবে আক্রান্ত হয়ে ২৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গুতে মৃত্যুর ২৬৬টি ঘটনা পর্যালোচনা করার জন্য আইইডিসিআর-এ পাঠানো হয়। এর মধ্যে থেকে ২২৩টি মৃত্যু পর্যালোচনা করে ১৪১টি ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে তারা। এ হিসাব অনুযায়ী এপ্রিলে দুইজন, জুনে ছয়জন, জুলাইয়ে ৩৫ জন, আগস্টে ৮২ জন, সেপ্টেম্বরে ১৩ জন এবং অক্টোবরে তিনজন ডেঙ্গুতে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ডেঙ্গু রোগী ৯ দশমিক ৪ শতাংশ কমেছে। নতুন ভর্তি ও ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা ২৯ ও ২২ জন। ঢাকায় নতুন ভর্তি ও ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা ১৬ ও ৮ জন। ঢাকার বাইরে নতুন ভর্তি ও ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা ১৩ ও ১৪ জন। সারা দেশে ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা ৯৯ দশমিক ৬ শতাংশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরে অর্থাৎ ১ জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত সর্বমোট ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১,১৭৪ জন রোগী। এ বছর জুনের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ ঢাকা শহরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে দেখা যায়। জুলাই ও আগস্ট মাসে ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ প্রবলভাবে বাড়ে। চলতি বছরের আগস্ট মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫২ হাজার ৬৩৬ জন। এ মাসেই মারা যায় সবচেয়ে বেশি ৮২ জন।

ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে জানুয়ারি মাসে ভর্তি হয় ৩৮ জন, ফেব্রুয়ারি মাসে ১৮ জন, মার্চে ১৭ জন, এপ্রিলে ৫৮ জন, মে মাসে ১৯৩ জন, জুন মাসে ১ হাজার ৮৮৪ জন, জুলাই মাসে ১৬ হাজার ২৫৩ জন, সেপ্টেম্বরে ১৬ হাজার ৮৫৬ জন, অক্টোবর মাসে ৮ হাজার ১৪৩ জন, নভেম্বর মাসে ৪ হাজার ১১ জন এবং ডিসেম্বরের ২০ তারিখ পর্যন্ত ১ হাজার ৬৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, বর্তমানে রাজধানীর ৪১টি হাসপাতালে ১২০ জন ও ঢাকার বাইরে ৫৭ জনসহ ১৭৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ১ জানুয়ারি থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সারা দেশের হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ১,১৭৪ জন। তাদের মধ্যে রাজধানীতে ৫১ হাজার ৭১১ জন ও ঢাকার বাইরে ৪৯ হাজার ৭৬৩ জন রয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৩১ জন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতাল থেকে ৫১ হাজার ৩৯৫ জন ও ঢাকার বাইরের হাসপাতাল থেকে ৪৯ হাজার ৩৩৬ জন রিলিজ পেয়েছেন।

নতুনসময়/আইকে