ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


নীলফামারীতে ৩৭ হাজার কম্বল বিতরণ, আরও চাহিদা ২০ হাজার


২১ ডিসেম্বর ২০১৯ ০৯:১৬

গত চার দিন ধরে নীলফামারীতে বইছে মৃদু শৈত্য প্রবাহ। শৈত্য প্রবাহের পাশাপাশি ঘন কুয়াশা আর হিমেল বাতাশে স্থবির হয়ে পড়েছে এ জেলার জনজীবন। তীব্র শীতে সবচেয়ে বেশী বেহাল দশায় পড়েছে খেটে খাওয়া মানুষজন। তারা কনকনে শীত আর ঘন কুয়াশার কারণে কাজে বের হতে পারছে না। দুপুর পর্যন্ত বাড়ীতে তারা খড়কুটে জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতের তীব্রতার কারণে শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। গত কয়েকদিনে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শীতজনিত রোগে আক্রান্ত প্রায় শতাধিক রোগী চিকিৎসা সেবা নিয়েছে। নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবু শফি মাহমুদ জানান শিশু ও বয়স্করা শীতজনিত রোগে বেশী আক্রান্ত হচ্ছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সারাদিন সূর্যের দেখা মেলেনি। এদিকে স্থানীয় আবহাওয়া অফিস সুত্র মতে গতকাল নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ক্রমেই ঠান্ডা বাড়ছে। নীলফামারী জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা এস এ হায়াত আলী জানিয়েছেন জেলার ৬ উপজেলায় ৩৭ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আরো ২০ হাজার কম্বলের চাহিদা পাঠানো হয়েছে।

নতুনসময়/আইকে