ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


সারাদেশে বিজয় দিবস উদযাপন করছে উর্দুভাষী বাংলাদেশীরা


১৭ ডিসেম্বর ২০১৯ ০৩:২৪

মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াই করে এদিন বীর বাঙালি ছিনিয়ে এনেছিল লাল-সবুজের পতাকা। বিশ্বের মানচিত্রে ঠাই করে নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালণ করছে ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী বংলাদেশীরা। আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি নিচ্ছে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন। এছাড়া চট্রগ্রাম ও সৈয়দপুরে বিজয় র‌্যালি ও শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছে উর্দুভাষীরা।

রাজধানীর মিরপুর ও মোহাম্মাদপুরের বিভিন্ন ক্যাম্পে দেখা যায়, ক্যাম্পের যুবকরা রাত জেগে বাংলাদেশের পতাকা দিয়ে ক্যাম্প সাজিয়েছে। লাল-সবুজ লাইট ও জাতীয় পতাকা দিয়ে উর্দুভাষীদের বিভিন্ন সংগঠনের কার্যালয় সাজানো হচ্ছে।



এ বিষয়ে জানতে চাইলে উর্দুভাষীদের অন্যতম সংগঠন উর্দু স্পীকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মোঃ সাদাকাত খান ফাক্কু জানান, আমরা এ দেশে জন্ম নিয়েছি তাই এ দেশের মাটিকে নিজের মা মনে করি। প্রতিবছর ছোট পরিসরে বিজয় দিবস পালন করলেও এ বছর বড় আয়োজনে দেশব্যাপি উর্দুভাষীদের উদ্যেগে বিজয় দিবস পালিত হচ্ছে। আমাদের ছাত্র সংগঠন “উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন” আজ সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। আগামী ২২ ডিসেম্বর মিরপুরে বিজয় র‌্যালি ও সমাবেশ করবো। ইউএসপিওয়াইআরএম চট্রগাম জোনাল কমিটি বিজয় র‌্যালি করেছে। র‌্যালি শেষে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটির চট্রগ্রাম জেলা কমিটি।

রাজধানী মোহাম্মাদপুরের মহাজির রিহ্যাবিলিটেশন এন্ড ডেভেলপমেন্ট মুভমেন্টের সভাপতি ওয়াসি আলম বশির বলেন, আমাদের সংগঠন নতুন হলেও ব্যাক্তিগত উদ্যেগে প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি দেয়া হয়। তবে এবার আমাদের সংগঠনের উদ্যেগে আজ ১৬ ডিসেম্বর সন্ধ্যায় আমাদের কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

রাজধানী ও চট্রগ্রামের ক্যাম্পগুলোর মতো সৈয়দপুরেও বিভিন্ন আয়োজনের মাধ্যমে বিজয় দিবস পালন করা হয়েছে । আজ সকালে সৈয়দপুরে উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির উদ্যেগে বিজয় র‌্যালি বের করা হয়েছে। সংগঠনের সভাপতি মাজিদ ইকবাল জানান, প্রতি বছরেই বিজয় দিবস পালন করা হয়। এবারও সৈয়দপুর ক্যাম্প উন্নয়ন কমিটি বিজয় দিবস উপলক্ষে র‌্যালি হয় । এবং র‌্যালি শেষে সৈয়দপুর স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে ভোজ উৎসবের আয়োজন রয়েছে।