ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


বন্যা পরিস্থিতি উন্নতির দিকে


২৭ জুলাই ২০১৯ ১৯:৫০

ছবি সংগৃহিত

সারাদেশে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) 'বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র'। দেশের প্রায় সব প্রধান নদনদীর পানি কমছে।

কেন্দ্রের বার্তায় জানানো হয়, শুক্রবার ২৪ ঘণ্টায় ১৯টি নদীর পানি ছিল বিপদসীমার ওপরে। অন্যদিকে পানি বেড়েছে ৩৬টি নদীর এবং কমেছে ৫৪টির। অপরিবর্তিত ছিল তিনটি নদীর পানি।

পাউবোর পূর্বাভাসে বলা হয়েছে, যমুনা ছাড়া দেশের সব প্রধান নদনদীর পানি কমছে। আর আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও দক্ষিণ-মধ্যাঞ্চলে এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে কুশিয়ারা এবং দেশের দক্ষিণাঞ্চলের নদীগুলো ছাড়া অন্য নদনদীর পানি কমতে পারে। উত্তরাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। তবে অপরিবর্তিত থাকবে মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি।

এদিকে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী সরদার উদয় রায়হান সমকালকে বলেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাবে। জুলাইয়ের শেষে সারাদেশে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে।