ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


সালাহর গোলে জয়ের ধারা অব্যাহত রাখলো লিভারপুল


৭ মে ২০২৩ ১৮:১৩

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল। শনিবার (৬ মে) রাতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে মোহাম্মদ সালাহর একমাত্র গোলে জয় পায় ক্লাবটি। এ জয়ে টানা ষষ্ঠ ম্যাচ জিতলো ক্লপ শিষ্যরা। খবর বিবিসির।

খেলা শুরুর ১৩তম মিনিটেই লিভারপুল থেকে গোল আসে। ফ্যাবিনহোর ক্রস থেকে ভার্জিল ফন ডাইকের হেডে বল পেয়ে যান সালাহ। নিখুঁত শটে ব্রেন্টফোর্ডের জাল কাঁপান তিনি।

৪০তম মিনিটে গোল শোধ দেয় ব্রেন্টফোর্ড। ব্রায়ান এমবেউমোর ওই গোলটি ভিএআরে সূক্ষ্ম অফসাইডের কারণে বাতিল হয়। পরে ডারউইন নুনেজ ও কোডি গাকপো ভালো সুযোগ নষ্ট করলে লিভারপুল ব্যবধান বাড়াতে পারেনি।

এতে সালাহর একমাত্র গোলে ১-০ তে ম্যাচ জেতে তারা।

এ জয়ে ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অলরেডরা।