ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


মেয়েদের দিকে তামিমের চেয়ে পাঁচ ধাপ এগোলেন মুশফিক!


৬ অক্টোবর ২০১৮ ০৩:০৩

ফাইল ফটো

মুশফিক ও তামিমরা দারুণ উল্লাসে মেতেছিলেন মেয়েদের এশিয়া কাপ জয়ে। নারী দলের সেই জয়ের পর মাশরাফি বিন মুর্তজার দলের উল্লাসের ভিডিও ছড়িয়ে পড়েছিল ফেসবুকে। মেয়েদের সাফল্যে উল্লাস করেই থামেননি তারা। নানা ভাবে এগিয়ে এসেছেন উৎসাহ দিতে। যেমন তামিমের ব্যাট উপহার পেয়েছিলেন নারী দলের অন্যতম অলরাউন্ডার রুমানা আহমেদ।

তামিমের সেই দেখানো পথে মুশফিক যেন এগিয়ে গেলেন আরো এক ধাপ। সালমাদের জন্য একটি নয়, দুটি নয় পাঁচটি ডিএসসি ব্যাট উপহার দিয়েছেন মুশফিক। যা দিয়ে কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শুধু অনুশীলনই নয় খেলবে মূলত ম্যাচেও। এমন ব্যাট পেয়ে দারুণ উচ্ছ্বসিত নারী দল।

গতকালও কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে সেই ব্যাটেই তাদের দেখা গেল অনুশীলন করতে। এশিয়া কাপ জিতে দেশে আসার পরই মুশফিক কথা দিয়েছিলেন ব্যাট দেয়ার। সেটি পেয়ে দারুণ খুশি টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন। তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে যে, সে আমাদের দারুণ কিছু ব্যাট দিয়েছে। এশিয়া কাপ জেতার পর তিনি আমাদের কথা দিয়েছিলেন যে, পাঁচটি ব্যাট দিবেন। আমরা খুশি যে তিনি আমাদের দেয়া কথা রেখেছেন। এই ব্যাট দিয়ে আমরা শুধু অনুশীলনই নয় মূল ম্যাচেও খেলি।’

এছাড়াও মুশফিকের এই ব্যাট উপহারকে তার নারী দলের পাশে থাকাই ভাবছেন ওয়ানডে দলের অধিনায়ক রুমানা আহমেদ। তার কাছে এই ব্যাট অনুপ্রেরণাও। তিনি বলেন, ‘এটি সত্যি যে আমাদের খেলার জন্য এতো দামি ব্যাট ছিল না। কিন্তু ব্যাট দিয়ে মুশফিক ভাই আমাদের সাহায্য করেছে আমরা সেটি ভাবি না। আমরা এই ভেবে খুশি যে তিনি আমাদের ব্যাট দিয়ে এটা বুঝিয়েছেন যে, তিনি আমাদের পাশে আছেন। বাংলাদেশ নারী দলের পাশে আছেন। সত্যি কথা বলতে কি এই ব্যাটগুলো আমাদের জন্য বিশেষ অনুপ্রেরণা। এই ব্যাট হাতে নিলে মনে হয় আমাদের ভালো করার জন্যই তিনি এগুলো দিয়ে পাঠিয়েছেন।’