ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


সচেতনতায় নগ্ন হলেন সেরেনা!


১ অক্টোবর ২০১৮ ২২:২০

পোশাক ছাড়া টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের একটি গানের ভিডিও নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

ভিডিওতে সেরেনাকে গাইতে দেখা গেছে, ১৯৯১ সালে অস্ট্রেলিয়ান ব্যান্ড দ্য ডিভাইনলিস’‌–এর জনপ্রিয় একটি গান। যা স্তন ক্যান্সারের সচেতনতা নিয়ে তৈরি।

‘‌আই টাচ মাইসেল্ফ’‌ নামের সেই ভিডিওতে গান গাইতে দেখা গেছে সেরেনা উইলিয়ামসকে। স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতেই এই ভিডিওতে গান করেন তিনি এবং সেটি পোশাক ছাড়াই।

সেরেনা জানান, এই মাসটি স্তন ক্যান্সারের সচেতনতার মাস। আমি দ্য ডিভাইনলিসের জনপ্রিয় গান আই টাচ মাইসেল্ফ গানটি গেয়ে মহিলাদের উদ্দেশ্যে জানিয়েছি যে তারা যাতে নিয়মিত তাদের শরীরের পরীক্ষা করে।

এই ভিডিওটি করতে আমার অস্বস্তি হয়েছে ঠিকই, কিন্তু ভিডিওটি সুফল ভেবেই সেটা আমি করি। এই ভিডিও অনেকেক প্রাণ বাঁচাতে সাহায্য করবে।’‌

আরআইএস