ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


সাকিবের আসনে রশিদ


১ অক্টোবর ২০১৮ ০২:২৭

আঙুলের ইনজুরিতে এশিয়া কাপের মাঝপথেই দেশে ফিরে আসেন টেষ্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এর আগে সদ্য শেষ হওয়া এশিয়া কাপে খেলা চার ম্যাচে সাকিবের ঝুলিতে ছিল ৪০ রান ও বল হাতে চার উইকেট।

এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এমন অনুজ্জ্বল পারফরম্যান্সের জেরে ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থানটাই হাতছাড়া হয়ে গেছে সাকিবের। বিশ্বের সেরা অল-রাউন্ডের শীর্ষ আসন দখলে নিয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান। এছাড়া আইসিসির ওয়ানডে বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। টি-টোয়েন্টি বোলারদের মধ্যেও সবার ওপরে রশিদ।

আইসিসির সবশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী ৩৫৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন ২০ বছর বয়সী এ লেগ স্পিনার। ৩৪১ পয়েন্ট নিয়ে সাকিবের অবস্থান দ্বিতীয়। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের আরেক অলরাউন্ডার মোহাম্মদ নবী। ৩৩৭ পয়েন্ট নিয়ে সাকিবের ঘাড়ে শ্বাস ফেলছেন তিনি।

এদিকে ৩১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। পঞ্চম স্থানে আছেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের এই অলরাউন্ডারের পয়েন্ট ৩০৬।

এসএ