হাসপাতালে ছুটে গেলেন মাশরাফি

এশিয়া কাপ মিশন শেষে গতকাল রাত এগারোটার পরে দেশে ফিরেছে টাইগাররা। এরপর সকালে ঘুম থেকে উঠে নাশতা সেরেই প্রিয় মোটরবাইকে চেপে সরাসরি চলে গেলেন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। উদ্দেশ্য প্রিয় ছোট ভাই ও জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি কাপ্তান সাকিব আল হাসানকে এক নজর দেখতে ও তার বর্তমান অবস্থার খোঁজখবর নিতে।
রবিবার বেলা এগারোটা নাগাদ রাজধানীর অ্যাপলো হাসপাতালে পৌঁছে প্রায় দুই ঘণ্টা সময় কাটান প্রিয় ছোট ভাইয়ের সঙ্গে। এদিকে মাশরাফি বিন মর্তুজা আসার আগে রোববার সাকিবের খোঁজখবর নিতে হাসপাতালে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনিও প্রায় আধ ঘণ্টা কাটান সাকিবের সাথে। সাকিবের বাঁহাতের কণিষ্ঠা আঙুলের সর্বশেষ অবস্থা কি তা নিয়েও কথা বলেন পাপন।
এসএ