ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


‘দেখা হবে আবার’


১ অক্টোবর ২০১৮ ০১:২১

এশিয়া কাপে শেষ তিন আসরে তিনবারই রানার্সআপ বাংলাদেশ। ২০১২ সালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে ফাইনাল হেরে শিরোপা হাতছাড়া করেছিলেন। ২০১৬ এবং ২০১৮ সালে টাইগার বাহিনী ভারতের কাছে শিরোপা হারে।

এই হারের বেদনা নিয়ে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে দেশে ফেরেন মাশরাফি ও তার দল। ঘরে ফিরে দলের ও দেশের জন্য দিলেন নতুন বার্তা দিলেন টাইগার বরপুত্র ম্যাশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। দলের ব্যর্থতা ভুলে আগামীকে জয় করার বার্তা দিয়েছেন দেশের সবচেয়ে সফল এ অধিনায়ক।

জন্য মাশরাফির স্ট্যাটাসটি হুবুহু দলে ধরা হলো :

‘নাহ! এবারও হলো না!’

‘আমরা যখন মাঠে খেলি তখন আমরা শতভাগ দিয়ে চেষ্টা করি দেশকে যেন জেতাতে পারি। তখন মুশফিক পাঁজরের ব্যথা নিয়ে ব্যাটিং করে টানা তিন ঘন্টা, সাকিব হাতে সেলাই নিয়ে খেলে, তামিম ভাঙ্গা হাত নিয়ে নেমে পরে ব্যাটিং করতে একহাতে।’

‘আমরা ক্রিকেটের ছোট পরিসরে একটা জয় দিয়ে যদি ১৬ কোটি মানুষের মুখে হাসি দিতে পারি, তাহলে একবার চিন্তা করে দেখেন তো, সবাই মিলে নিজের স্থান থেকে যদি দেশের জন্য কিছু করি তাহলে দেশটার কি আমুল পরিবর্তন করতে পারি। শুধু দরকার একটু দায়িত্ববোধ ও চেষ্টার। আসুন না আমরা সবাই মিলে একবার চেষ্টা করেই দেখি এই লাল সবুজের পতাকাটার জন্য।’

‘আমরা প্রতিদিনই জেতার চেষ্টা করি। আজকে না হয় হারলাম, নিশ্চয়ই কালকে আবার জিতব। দেখা হবে আবার।’

আইএমটি