বাবা হলেন ইমরুল কায়েস

শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। তার কিছুক্ষণ সময় পরেই জাতীয় দলের আরেক ক্রিকেটার ইমরুল কায়েসও প্রথম পুত্র সন্তানের বাবা হয়েছেন।
রবিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে টাইগার ওপেনার ইমরুল কায়েস এবং তার স্ত্রী রুবাইয়া ইসলামের ঘরে প্রথম সন্তান জন্ম নেয়। ছেলে আর স্ত্রী রুবাইয়ার সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ইমরুল নিজেই বাবা হওয়ার বিষয় জানিয়েছেন।
একই হাসপাতালে আগের রাতে তাসিকন আহমেদ এবং তার স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমার ঘরে আসে তাদের প্রথম সন্তান। শনিবার রাতে এশিয়া কাপের সফল মিশন শেষে দেশে ফিরেন ইমরুল। ঢাকায় পা রাখার কিছু মুহূর্তের মধ্যে বাবা হওয়ার সুসংবাদটি পেলেন এই ওপেনার। কাল রাতেই স্ত্রীর পাশে থাকতে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে চলে যান তিনি।
আইএমটি