যেভাবে সতীর্থদের অণুপ্রেরণা জোগান ম্যাশ (ভিডিও)

ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে লিটন-মিরাজকে মাশরাফির উৎসাহ। এমনই ভাবেই প্রতি ম্যাচে আগলে রাখেন সতীর্থদের নিজের বাহুডোরে।
ভারতের বিপক্ষে লিটন-মিরাজকে উৎসাহ দেওয়ার একটি ভিডিও ক্লিপ যেন প্রতিটি ক্রিকেট প্রেমির ফেসবুকের ওয়ালে ঝুলে রয়েছে।
দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে লিটনের সঙ্গে মেহেদীকে ওপেনিংয়ে পাঠিয়ে শুরুতেই চমক দেখান বাংলাদেশ অধিনায়ক। ওপেনিং জুটিতে অবিশ্বাস্য রান আসলেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় রান থমকে যায় ২২২ এর ঘরে।
তবে ব্যাটিংয়ে তাদের শুরুটাও হয়েছিল স্বপ্নের মতো। ম্যাচে দুর্দান্ত খেলেছেন লিটন দাস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তুলে দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছিলেন লিটন। কিন্তু ৪১তম ওভারে কুলদীপ যাদবের গুগলিটা ঠিকঠাক মতো ফ্লিক করতে পারেননি তিনি।
তৃতীয় বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠলেও শিরোপা দুঃখ ঘুচল না। ভারতের কাছে লড়াই করে হেরে এশিয়া কাপের রানার্সআপ হয়েছে বাংলাদেশ।
টিভি আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট না হলে ম্যাচের ফল অন্য রকম হতো পারতো। ইতিহাসের পাতায় অন্য ভাবে লেখা থাকতো ১১৭ বলে তার ১২১ রানের মহামূল্যবান ইনিংসটি। তাই তো বাংলাদেশ হারলেও ম্যাচ সেরা পুরস্কারটি উঠেছে লিটনের হাতেই।
আরআইএস