ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


হি ইজ দালাল অব ইন্ডিয়া


২৯ সেপ্টেম্বর ২০১৮ ২১:২৩

ছবি সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত সূচনা করেন উদ্বোধনী জুটি লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ফাইনালের মঞ্চে মোক্ষম সময়ে জ্বলে ওঠেন লিটন। মিরাজকে সঙ্গে নিয়ে উদ্বোধনীতে গড়েন ১২০ রানের জুটি। তাতে ২৭টি ওয়ানডের পর উদ্বোধনীতে প্রথম শত রানের জুটি দেখল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো সেঞ্চুরি পেলেন লিটনও।

মিরাজ আউট হওয়ার পর দ্রুত উইকেট হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ, তখন সৌম্য সরকারের সঙ্গে পাল্টা প্রতিরোধের চেষ্টা করছিলেন ওপেনার লিটন দাস। ঠিক তখনই ১২১ রানে থাকা লিটন দাসকে বিতর্কিত আউটের সিদ্ধান্ত জানান টিভি আম্পায়ার রড টাকার। পা দাগে থাকলেও বিতর্কিতভাবে আউটের সিদ্ধান্ত নেন তিনি। যেভাবে লিটনকে আউট করা হয়েছে তা মেনে নিতে পারছেন না ক্রিকেট ভক্তরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে দেশে-বিদেশে।

অনেকের দাবি, থার্ড আম্পায়ার ভুল সিদ্ধান্ত নিয়েছেন। লিটন নট আউট ছিলেন। তাকে আউট করার জন্য আইসিসির লজ্জা হওয়া উচিত বলেও দাবি করেছেন এক ভক্ত।

স্টেডিয়াম থেকে এক ভক্তের ছবি ইন্টারনেটে ভাসছে। যার চোখ বাঁধা, হাতে প্ল্যাকার্ড ধরা, 'লিটন, নট আউট'।

He is The Third umpire of Today's match. his decision not good.hi is dalal of india. Bangladesh player Liton das out is not right.shame icc shame third umpire. pic.twitter.com/CoFotbxIfr

— suman chandra debnath (@sumanchandrade5) September 28, 2018

কেউ কেউ অভিযোগ করেছেন, 'ভারতকে সুবিধা দিতেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পক্ষপাতমূলক আচরণ করেছেন। তাদের মতে, আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে কোনো পার্থক্য নেই।

দাগের ওপর লিটনের পা থাকা সত্ত্বেও লিটনকে কীভাবে আউট দেয়া হয়েছে তাই মেনে নিতে পারছেন ভক্তরা। তারা বিভিন্ন কোণ থেকে লিটনের ছবি দিয়ে তাকে আউট দেয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন।

আরকেএইচ