জুতা মেরে গরু দান আইসিসির

তৃতীয় বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠলেও শিরোপা দুঃখ ঘুচল না। ভারতের কাছে লড়াই করে হেরে এশিয়া কাপের রানার্সআপ হয়েছে বাংলাদেশ।
ফাইনালে বড় চমক আসে বাংলাদেশের ব্যাটিংয়ের উদ্বোধনীতে। লিটন দাসের সঙ্গে প্রথমবার উদ্বোধনীতে ব্যাট করতে নামেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে তাদের শুরুটাও হয়েছিল স্বপ্নের মতো। ম্যাচে দুর্দান্ত খেলেছেন লিটন দাস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তুলে দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছিলেন লিটন। কিন্তু ৪১তম ওভারে কুলদীপ যাদবের গুগলিটা ঠিকঠাক মতো ফ্লিক করতে পারেননি তিনি।
তাকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন অভিজ্ঞ উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। টিভির রিপ্লে দেখে সিদ্ধান্ত নেন থার্ড আম্পায়ার রড টাকার। আউট হয়ে যান লিটন। তাতেই ম্যাচের মোড় ঘুরে যায়।
টিভি আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট না হলে ম্যাচের ফল অন্য রকম হতো পারতো। ইতিহাসের পাতায় অন্য ভাবে লেখা থাকতো ১১৭ বলে তার ১২১ রানের মহামূল্যবান ইনিংসটি। তাই তো বাংলাদেশ হারলেও ম্যাচ সেরা পুরস্কারটি উঠেছে লিটনের হাতেই।
লিটনের এমন পারফরম্যান্সে মুগ্ধ আইসিসিও। এক টুইট বার্তায় তাই বাংলাদেশি এই ওপেনারের প্রশংসায় ভাসিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। টুইট বার্তায় বলা হয়, দিন শেষে তাকে (লিটন) হয়তো পরাজিতদের দলে থাকতে হচ্ছে। কিন্তু তার ১২১ রানের ইনিংসটি বলে তিনিই ম্যাচের সেরা পারফরমার।
আরকেএইচ