ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


মাশরাফি-অপুতে ম্যাচে ফিরল বাংলাদেশ


২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৪৯

বোলিংয়ে ভালো শুরু দরকার ছিল বাংলাদেশের। কারণ প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে ২২২ রানের টার্গেট মামুলী। এশিয়া কাপের ফাইনাল স্বপ্নটা জিততে বাংলাদেশকে দুর্দান্ত বোলিং করতে হবে। ভারতীয় উদ্বোধনী জুটিকে বেশিদূর এগোতে দেননি নাজমুল ইসলাম।

এই স্পিনার বোলিংয়ে এসেই তুলে নিয়েছেন শিখর ধাওয়ানের উইকেট। ভারত প্রথম উইকেট হারায় ৩৫ রানে। ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন ধাওয়ান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা ভারতীয় ব্যাটসম্যানকে থামান নাজমুল। নিজের চতুর্থ বলে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে ১৫ রান করা ধাওয়ানকে প্যাভিলিয়নে ফেরত পাঠান এই স্পিনার।

শিখর ধাওয়ানের আউটের পর সেই শুরুটা এনে দিলেন মাশরাফি। তার স্টাম্পের ওপর বল খেলতে গিয়ে রাইডু ধরা পড়েন উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্ল্যাভসে। ব্যাটের কানায় লেগে আউট হওয়ার আগে ভারতীয় ব্যাটসম্যান ৭ বলে করেন মাত্র ২ রান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১২ ওভারে ৬১ রান।

সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ২২২/১০ (৪৭.৩ ওভার)
টার্গেটঃ ২২৩ রান
ভারতঃ ৬১/২ (১২ ওভার)

বাংলাদেশের একাদশঃ লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ভারতের একাদশঃ রোহিত শর্মা, শিখর ধাওয়ান, রাইডু, ধনি, দীনেশ কার্তিক, কেদার যাদব, রবীন্দ্র যাদেযা, ভুবেনশ্বর কুমার, কলদীপ যাদব, চাহাল, যাসপ্রিত ভুমরা।

এসএ